টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
প্রকাশিত : ১০:০৭ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ হোসেন ফরহাদ (৩৩) নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে সদর উপজেলার দাইন্যা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, শরিফ হোসেন ফরহাদ টাঙ্গাইল অঞ্চলের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) জেলা সভাপতি। তার বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
টাঙ্গাইল র্যাব-১২ এর কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে দাইন্যা চৌধুরীপাড়া এলাকায় র্যাবের সদস্যরা অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলের সদস্যরা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে শরিফ হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
এসএ/