ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিতর্ক সত্ত্বেও নিজেকে প্রেসিডেন্ট ভাবতেই ভালো লাগে: ট্রাম্প

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

রাজনৈতিক বিতর্ক বা বাক-বিতন্ডা সত্ত্বেও নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাবতে আমার ভালো লাগে।  রোববার প্রকাশিত সিবিএস টেলিভিশনের নিউজের ‘সিক্সটি মিনিটস’অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। 

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে থাকাটা তার জন্য আরামদায়ক, যদিও রাজনৈতিক কিছু ঝামেলার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে।

তাকে এ সময় অভিবাসন, শুল্ক, মধ্যপ্রাচ্য নীতি এবং সর্বোচ্চ আদালতে তার মনোনীত প্রার্থী ব্রেট কাভানাকে নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে।

ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটা ভাবতেই আমার ভালো লাগে। এমনটা আসলে সবার ক্ষেত্রেই মনে হতে পারে।

তিনি বলেন, বন্ধুরা আমাকে ডোনাল্ড নামে না ডেকে প্রেসিডেন্ট নামে ডাকে। আমি তাদেরকে বলি তোরা কি আমাকে ছেড়ে দিবি না?  আমি এখান থেকে শিখছি। 

এসময় তিনি যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সম্পর্কে বলেন, দেখুন আমরা যদি অবৈধ অভিবাসীদের নিজ দেশে জায়গা দেই তখন কি হতে পারে একটু কি ভেবে দেখেছেন। তারা আমাদের দেশে আসলে সমস্যা কমবে না বরং বৃদ্ধি পাবে।  

ট্রাম্পের অভিবাসন নীতির কারণে জুনে প্রায় ২ হাজার পাঁচশ এর মতো সন্তান ও পিতামাতা পৃথক হয়েছেন।

এদিকে সম্প্রতি নিয়োগ পাওয়া ট্রাম্প কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানাকে নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/