ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

যমুনা নদীতে অবাধে চলছে ইলিশ শিকার(ভিডিও)

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

নিষেধাজ্ঞা থাকলেও যমুনা নদীতে অবাধে ইলিশ ধরছেন জেলেরা । অসাধু চক্রের সহায়তায় ডিমওয়ালা মাছ ধরার প্রতিযোগিতায় নেমেছে জেলেরা। পুলিশ ও মৎস অফিসকে টাকা দিয়ে মাছ শিকারে নামার কথা জানিয়েছে জেলেরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা।

ইলিশ শিকার বন্ধ রাখতে নির্দেশনা থাকলেও যমুনাজুড়ে ব্যতিক্রম চিত্র। চৌহালির ২ হাজারেরও বেশি জেলে দিন-রাত ইলিশ শিকার করছে।

শৈলজানা, উমরপুর, বারবালা, স্থলচর, বোয়ালকান্দি এলাকায় নদীজুড়ে চলছে উন্মুক্ত মাছ আহরণ। উপজেলা মৎস্যজীবি সমিতির সাবেক সভাপতি রমজান আলীর সহায়তায় মাছ শিকার করা হচ্ছে। আর পুলিশকে দিতে প্রতি নৌকায় গুনতে হচ্ছে ৫ থেকে ১০ হাজার টাকা।

সমিতির বাৎসরিক চাঁদা হিসেবে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন রমজান আলী। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ ও মৎস অফিস সহকারি।

অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

২৮ অক্টোবর  পর্যন্ত ইলিশ ধরা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।