ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শুরু

প্রকাশিত : ১২:১২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু হয়েছে। শেখেরচরের ভগীরথপুরে কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে অভিযান শুরু হয়। এ বাড়িতে অভিযান শেষে মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে বাড়িটিতে অভিযান শুরু করবে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) খায়রুল হাসান জানান, সাততলা বাড়িটির একতলা থেকে তিনতলা পর্যন্ত মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তায় মাইকিং করে এলাকাবাসী ও সাংবাদিকদের সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পযর্ন্ত টানা ২৪ ঘণ্টা দুটি বাড়ি ঘিরে রেখেছেন বাহিনীর সদস্যরা। আজ সকাল থেকে ওই দুটি এলাকার ৫০০ গজের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

একে//