ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাবিতে ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:১৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে সুশিক্ষার প্ল্যাটফর্ম Dream Deviser এর উদ্যোগে ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুপ্রেরণামূলক সেমিনারের আয়োজন করা হয়। শনিবার (১৩ অক্টোবর) বিকেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।       

উক্ত অনুষ্ঠানে ‘স্বপ্ন-সুশিক্ষা-সুযোগ’ মডেলে, শিক্ষা ও সানন্দে স্বপ্নপূরণ বিষয়ক বক্তব্য তুলে ধরেন মূল প্রবন্ধ উপস্থাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বিশিষ্ট অর্থনীতিবীদ ড. আতিউর রহমান।

মূল আলোচনার আগে শিক্ষার্থীদের পেশা ও জীবন গঠনে পরামর্শমূলক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশার আলোচকবৃন্দ। গণ্যমান্য ও অনুসরণীয় ব্যক্তিবর্গ তাঁদের আলোচনায় সানন্দে বা মজায় মজায় সবাইকে নিজ নিজ স্বপ্নবুননে উদ্বুদ্ধ করেন। পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হওয়া, ইতিবাচক থাকা, সর্বদা নিজ এবং অন্যের ভালো চাওয়া, অনলাইন বা ডিজিটাল যুগেও নিজের মূল্যবোধ ও মানসিকতা এককথায় সুন্দর মানুষ হতে অনুপ্রেরণামূলক গল্প বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপক সাবেক গভর্নর ড. আতিউর রহমান ড্রিম ডিভাইজার টিমমেটদের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন- হে তরুণ, তোমরাই ম্যাজিশিয়ান। তোমরা যত বড় স্বপ্ন দেখবে, নিজেরা তত বড় হবে। আর তোমরা যত বড় হবে, দেশ তত বড় হবে। এগিয়ে যাবে। পাশাপাশি- শিক্ষার্থীদের স্বপ্নপূরণ সহজ ও সুন্দর করতে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর পর্বেও অংশ নেন তিনি। এসময় সবুজ অর্থনীতি, ব্লু-ইকোনোমি, ডিজিটাল বিজনেসসহ বৈশ্বিক অর্থনীতির উদাহরণ টেনে তরুণদের তথ্য-প্রযুক্তি খাতে স্বপ্নবোনার দিক-নির্দেশনা দেন।

ড্রিম ডিভাইজার কো-ফাউন্ডার ফাতিহা তাসনীম- স্বপ্নপূরণের পাশাপাশি প্রত্যেককে সুন্দর মানুষ হতে তাঁদের উদ্ভাবিত সুশিক্ষায় স্বপ্নবুনন মডেলের নান্দনিক ব্যাখা দেন। একইসাথে বাংলা ভাষা নিয়ে ড্রিম ডিভাইজারের ভিন্নধর্মী ও দেশপ্রেমী চিন্তার উপস্থাপনও উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

সুশিক্ষায় স্বপ্নবুনন মডেল ‘স্বপ্ন-সুশিক্ষা-সুযোগ’ বিষয়ে নান্দনিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন dreamdeviser.com এর হেড হামিমুর রহমান ওয়ালিউল্লাহ এবং হেড অব বিজনেস মোঃ শাহিদুল হাসান শাওন। সেসময় তাঁরা আগামী বিশ্বের প্রত্যেক তরুণের জন্য কেন সুশিক্ষায় স্বপ্নবুনন দরকার- সেবিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ভিন্নধর্মী ও শিক্ষনীয় উপস্থাপনা নিয়ে ছিলেন হেড অব কমিউনিকেশন্স দন্ত-স শামীম আশরাফ, কো-অর্ডিনেটর আয়েশা চৌধুরী আখি এবং সংবাদ উপস্থাপক রাজিউর রহমান ও জুলিয়া আলম। পুরো আয়োজনে ড্রিম ডিভাইজার টিমের শিক্ষনীয় ও ভিন্নধর্মী পারফরম্যান্স সুশিক্ষায়, সহজে ও সানন্দে স্বপ্নবুননে প্রত্যেককে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক। এছাড়াও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীন, বেঞ্চমার্ক পিআর ডিরেক্টর এ এফ এম আসাদুজ্জামান, ধারাভাষ্যকার রবিউল ইসলাম রবি ও উপস্থাপক তানজিনা পৃথাসহ অনেকেই পরামর্শমূলক কথা বলেন।

উল্লেখ্য, Dream Deviser হলো- সুশিক্ষায় স্বপ্নবুননের প্ল্যাটফর্ম। এরা অফলাইন এবং অনলাইনে সব ভালো কাজে সবাইকে উদ্বুদ্ধ করে। পড়ালেখা তথা লাইফস্টাইল শিক্ষার সবকিছু সহজে পৌঁছে দেয়। যে কেউ ড্রিম ডিভাইজার এর ফেইসবুক পেইজে লাইক দিয়ে এবং ইউটিউব এ সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন এ আয়োজনে। এবং তাঁদের dreamdeviser.net নামে সুন্দর কনটেন্ট সাইট স্বপ্নের সন্দেশেও যুক্ত হতে পারেন। আর ড্রিম ডিভাইজারে যুক্ত হতে বা তাঁদের কাজের সঙ্গী হতে বা শিখতে dreamdeviser.com নামের ওয়েব সাইটটিতেও সংযুক্ত থাকতে পারেন সব সময়। ‘স্বপ্ন-সুশিক্ষা-সুযোগ’ মডেলে ড্রিম ডিভাইজার প্রথমত: বড় হতে গেলে স্বপ্ন দেখতে হবে বলে উৎসাহিত করে; দ্বিতীয়ত: স্বপ্নপূরণে তদানুযায়ী সুশিক্ষা নেয়ার কথা বলে এবং সুশিক্ষার ভালো কনটেন্ট তৈরি করে এবং তৃতীয়ত: স্বপ্ন এবং সুশিক্ষা থাকলে ব্যক্তির সুযোগ তৈরি হবে বলে বিশ্বাস তৈরির কথা জানায়। এমনকি একটি সুযোগ যেনো ব্যক্তির নিজের এবং অন্যের আরও সুযোগ তৈরিতে স্বপ্ন দেখায় সেকাজেও অনুপ্রাণিত করে সুশিক্ষার প্ল্যাটফর্ম ড্রিম ডিভাইজার।

এসি