ভারতের সমালোচনা করেছেন হাসানুল হক ইনু
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার
একসাথে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় ভারতের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার ও গেট খুলে দেয়া ঠিক নয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মানদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, একতরফাভাবে ফারাক্কার সব গেট খুলে দেয়ায় বাংলাদেশে বন্যায় যে ক্ষতি হয়েছে, তা ভারতীয় কর্তৃপক্ষকে জানানো উচিত। জঙ্গি দমনের সাফল্য নিয়ে খালেদার জিয়ার মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়ার শাসনামলে আলামত ধ্বংস করে তিনি জঙ্গিদের আড়াল করতেন।