আজ মহাষ্টমী ও কুমারী পূজা
প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৫৩ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী ছিল মঙ্গলবার। আজ বুধবার মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ দেশের কয়েকটি স্থানে আজ মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার মহাষ্টমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহাষ্টমীর বিহিত পূজা, দুপুরে মহাষ্টমীর মহাপ্রসাদ বিতরণ এবং কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের মধ্যে বেলা ১১টায় খাদ্য বিতরণ করা হবে।
জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দাস জানান, ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসএ/