ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আজ বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

ইংল্যান্ডে বসতে যাচ্ছে আগামী বিশ্বকাপের আসর। ৪০০ দিন আগে থেকেই ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে বেশ প্রচার প্রচারণাও শুরু হয়ে গেছে। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশ সফর করছে বিশ্বকাপ ট্রফি।
যে দশটি দেশ বিশ্বকাপে খেলবে সেগুলো ছাড়াও অনেক দেশে ঘুরছে বিশ্বকাপের ট্রফি।
এরই মধ্যে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ঘুরে আজ বুধবার ঢাকা আসছে ট্রফিটি।
বাংলাদেশে আসার পর প্রথমে সেটি রাখা হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। সেখানে সকাল ১০টায় ইউনিসেফ এর সৌজন্যে সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে ফটো-সেশন পর্ব অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় দলের ফটো-সেশন অনুষ্ঠিত হবে।
পরের দিন শুক্রবার ট্রফি রাখা হবে যমুনা ফিউচার পার্কে। সেখানে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হবে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। পরের দিন ১৯ অক্টোবর শনিবার সিলেটে ও ২০ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি।
বাংলাদেশ পর্ব শেষ করে নেপাল সফরে যাবে বিশ্বকাপ। এরপর ভারত হয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি এবং সবশেষ ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ এ গিয়ে পৌঁছাবে বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ড ও ওয়েলসে।

এসএ/