এশিয়া কাপের স্টাম্প আউটে মুখ খুললেন লিটন দাস
প্রকাশিত : ১২:০১ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে স্টাম্প আউট হয়েছিলেন লিটন দাস। তার পর থেকে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আফসোসের শেষ নেই। তাদের দৃঢ় বিশ্বাস, সেদিন লিটন থাকলে বাংলাদেশ আরও কিছুটা রান করতে পারত। আরও কিছুটা রান হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলেও তাদের বিশ্বাস। লিটন দাস সেদিন বেনিফিট অফ ডাউট পেতে পারতেন। গোটা বাংলাদেশ তেমন দাবিই করেছিল। সেদিনের সেই বিষয়ে এতোদিনে মুখ খুললেন লিটন দাস।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ সামনে। অনুশীলনে এসে লিটন দাস মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। আর জানিয়ে গেলেন, সেদিনের স্টাম্প আউট নিয়ে তার অবস্থান কী! তিনি কী মনে করেন, সেদিন আউট ছিলেন নাকি তাকে অন্যায়ভাবে আউট দেওয়া হয়েছিল!
লিটন বললেন, ``আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলে ভাল হত। সেটা দলের জন্য, আমার জন্যও। চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হই। আর ওই আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, তা হলে সেটা আউটই। এই নিয়ে আমার নতুন করে এতদিন পর আর কিছুই বলার নেই।``
সূত্র-জিনিউজ
আরকে//