মাহবুব তালুকদারের সরে দাঁড়ানো উচিত : নাসিম
প্রকাশিত : ০২:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, নির্বাচন কমিশনানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে মাহবুব তালুকদার প্রকাশ্যে যেসব কথাবার্তা বলছেন তাতে তাঁর শপথ ভঙ্গ হয়েছে। তিনি সাংবিধানিক পদে থেকে এ ধরণের বক্তব্য দিতে পারেন না। তার উচিত ছিল পদত্যাগ করে এসব কথা বলা।
প্রসঙ্গত, গত সোমবার নির্বাচন কমিশনের সভা বর্জন করেন মাহবুব তালুকদার। বেরিয়ে যাওয়ার আগে তিনি নোট অব ডিসেন্ট দেন। পরে গণমাধ্যম কর্মীদেরকে বলেন, কমিশন বৈঠকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাঁর নিজস্ব কিছু প্রস্তাব ছিল সেগুলো উত্থাপন করতে দেওয়া হয়নি। এজন্য তিনি অপমানিত বোধ করে বেরিয়ে আসেন।
১৪ দলের সমন্বয়ক এর সমালোচনা করে বলেন, একটি গুরুত্বপূর্ণ পদে থেকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে কথা বলা যায় না।
আরও পড়ুন:নোট অব ডিসেন্টে যা লিখেছেন মাহবুব তালুকদার
/ এআর /