ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী আর নেই

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৯ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৩৮ এএম, ২৯ আগস্ট ২০১৬ সোমবার

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী আর নেই। রোববার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাতটায় নর্থ শোর হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার নর্থ শোর হাসপাতালে ভর্তি হন তিনি। শহীদ কাদরী একজন বহুমাত্রিক, বহুস্তরিক কবি। যুদ্ধবিরোধী, সাম্রাজ্যবাদ-উপনিবেশবাদবিরোধী সামরিক-স্বৈরাচারবিরোধী আন্তর্জাতিক-চেতনাও তাঁর কবিতার অন্যতম মৌলিক সুর। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার এই কবি বাংলাদেশ ও বাঙালির অন্তর্জগৎ স্পর্শ করেছেন ঐকান্তিক বোধে, নিবিড়  মমতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকারে নাগরিক-সংশ্লিষ্টতার আধিক্য দেখা যায়। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ তোমাকে অভিবাদন প্রিয়তমা  মূলত মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সমাজবাস্তবতাকে ধারণ করেছে। কোথাও কোনো ক্রনদন নেই শহীদ কাদরীর তৃতীয় কাব্যগ্রন্থ। এই গ্রন্থের অনেক কবিতায় তাঁর প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থের অনুরননে  নাগরিক বাস্তবতাই প্রতিফলিত হয়েছে। মাত্র তিনটি কাব্যগ্রন্থের রচয়িতা এই কবি তাঁর সৃষ্টি-মহিমার এক বিশেষ সন্ধিক্ষণে স্বেচ্ছানির্বাসনে নিজেকে গুটিয়ে ফেলেন। একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর ১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। গত ১৪ আগস্ট ছিলো কবির ৭৪তম জন্মদিন । রোববার নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় কবির মৃত্যুর খবরে নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।