রাজনীতিতে শামি পত্নী হাসিন
প্রকাশিত : ০৫:২২ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:২১ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
এবার রাজনীতিতে নাম লেখালেন হাসিন। “জীবনে অনেক কিছু করার আছে”, শামির বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ আনার পর একাধিকবার এই বুলিই আওড়েছেন হাসিন জাহান। প্রথমে মডেলিং কেরিয়ার, তারপর বলিউড, এবার রাজনীতির সংশ্রব- জীবনে অনেক কিছু করার তালিকায় এভাবেই এগোচ্ছেন শামি পত্নী।
মুম্বাইতে কংগ্রেস-এ যোগ দিলেন হাসিন জাহান।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহাঁ-কে দলীয় উত্তরীয় পরিয়ে কংগ্রেস-এ স্বাগত জানালেন সঞ্জয় নিরূপম। হাসিনের হাতে একটি পুষ্প স্তবকও তুলে দেন মহারাষ্ট্রের দায়িত্বে থাকা কংগ্রেস সভাপতি সঞ্জয়। সেই ছবি মুাম্বই কংগ্রেস-এর টুইটারে পোস্ট হওয়ার পরই হাসিনের কংগ্রেস-এ যোগদানের বিষয়টি খবরে আসে।
প্রসঙ্গত, ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে অশান্তির জেরে বেশ কয়েকমাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন হাসিন জাহান। বহুদিন হল শামির থেকে আলাদা থাকাও শুরু করেছেন তিনি। বলিউডেও পা রেখেছেন হাসিন। পরিচালক আমজাদ খানের `ফতোয়া` ছবিতে দেখা যাবে তাঁকে। এবিষয়ে হাসিন ডিএনএ-কে বলেছিলেন, উপার্জনের জন্য তাঁকে কিছু একটা করতেই হত। কারণ, তাঁকে সন্তানদের খরচ চালাতে হবে। তাই তাঁর কাছে বলিউডে আসা ছাড়া দ্বিতীয় কোনও উপায় ছিল না।
শামির বিরুদ্ধে হাসিনের অভিযোগ, বিয়ের পর স্বামীর জন্যই মডেলিং ছাড়তে হয়েছিল তাঁকে। এমনকি বন্ধুদের সঙ্গেও না কি কথা বলতে দিতেন না শামি। জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে `খুনের ছক` এবং `ধর্ষণের চেষ্টা`র অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। শামি তাঁর দাদাকে দিয়ে তাঁকে ধর্ষণ করানোর চেষ্টাও চালিয়েছেন বলেও অভিযোগ হাসিনের। জিনিউজ
এসি