ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বেনাপোলে ১২৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোল সংবাদদাতা

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে বেনাপোলের চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া সীমান্ত থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শিবাননদ কাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদরের নায়েক তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল বড়আঁচড়া সীমান্তে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় গামছা পেঁচানো দুইটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে ১ হাজার ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

একে//