ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

‘ঐক্যফ্রন্টের উদ্দেশ্য দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা’

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সংগঠক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঐক্যফ্রন্টের উদ্দেশ্য কেবল ক্ষমতার পরিবর্তন আনা নয়, বরং দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনা। তাই গণতন্ত্র রক্ষার স্বার্থে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টকে সবার সহায়তা করা উচিত।   

বুধবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুভমেন্ট ফর জাস্টিস নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এই কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনারা যদি শান্তির বাংলাদেশ চান, গণতন্ত্র চান, জনকল্যাণকর বাংলাদেশ কামনা করেন তাহলে সবাই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিন।’

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ক্ষমতায় গেলে সব দলই আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি ভুলে গিয়ে লুটপাটে মেতে উঠে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুভমেন্ট ফর জাস্টিসের প্রধান সমন্বয়ক সানাউল হক নীরু।

এসি