ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

কলম্বিয়ায় অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে প্রধান বিদ্রোহী গোষ্ঠী ও সরকার

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০২:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৬ সোমবার

চার বছর ধরে চলা শান্তি আলোচনার পর কলম্বিয়ায় অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে প্রধান বিদ্রোহী গোষ্ঠী ও সরকার। এই অস্ত্রবিরতির মধ্য দিয়ে কলম্বিয়া সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী ফার্কের প্রায় ৫২ বছর ধরে চলা লড়াইয়ের অবসান হচ্ছে। অস্ত্রবিরতির জন্য কিউবার রাজধানী হাভানায় চার বছর ধরে শান্তি আলোচনা চলে। আগামী মাসের শেষ দিকে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ১৯৬৪ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ।