চাঁপাইনবাবগঞ্জের বীজগ্রাম (ভিডিও)
প্রকাশিত : ১১:৩২ এএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
পরিকল্পিত উপায়ে রবিশস্যের বীজ সংরক্ষণ করে ফসল উৎপাদনে সুফল পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামের চাষীরা। কৃষকদের সমন্বিত চেষ্টা আর কৃষি বিভাগের সহায়তায় বীজগ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে গ্রামটি। এই উদ্যোগ এরইমধ্যে সাড়া ফেলেছে আশপাশের এলাকার চাষীদের মাঝেও।
ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণে মডেল গ্রাম এখন চাঁপাইনবাবগঞ্জের মোল্লান। কৃষি বিভাগের সহায়তায় গ্রামের কৃষকেরা ধান, গম, মাসকলাই, ভুট্টা ও সরিষার বীজ সংরক্ষণ করছেন।
এক বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানসম্মন্ন বীজ সংগ্রহ ও সংরক্ষণের জন্য বেছে নেয় মোল্লান গ্রামকে। চাষীদের সংঘবদ্ধ করে বিভিন্ন ধরণের ফসল উৎপাদন ও পরে পরিকল্পিত উপায়ে সংরক্ষণ করা হয় বীজ।
গ্রামের কৃষকদের আন্তরিকতায় এরইমধ্যে মোল্লান বীজগ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সংরক্ষিত এই বীজ কৃষকরা সরবরাহ করছেন আশপাশের গ্রামেও।
শুধু বীজ সংরক্ষণ নয়, কৃষি সংশ্লিষ্ট সব ধরণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামটিকে কৃষি প্রধান বাংলাদেশের মডেল করার কথা জানান, উপজেলা কৃষি কর্মকর্তা।
ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জের সব গ্রামকেই আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনার কথাও জানান এই কর্মকর্তা।