ক্রিমিয়ায় ১৯ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা!
প্রকাশিত : ১২:২১ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ক্রিমিয়ার একটি কলেজে ১৯ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে ভ্লাতিস্লাভ রোস্লিয়াকোভ (১৮) নামে এক তরুণ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। পরে ওই তরুণেরও লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই তরুণ কেন এ হামলা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
গতকাল বুধবার কার্চ টেকনিক্যাল কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে ভ্লাদিস্লাভ রোস্লিয়াকোভ টেকনিক্যাল কলেজে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মঘাতী গুলির আলামতসহ ওই তরুণের গুলিবিদ্ধ লাশ কলেজ প্রাঙ্গণে পাওয়া যায়।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার কর্তৃত্ব ছিনিয়ে নেয় রাশিয়া। পশ্চিমা দেশগুলো অবশ্য এ নিয়ে রাশিয়ার সমালোচনা করে।
এ ঘটনার পর দেশটির দক্ষিণাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের সম্মানে কিছু সময় নীরবতা পালন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনায় তদন্ত করা হবে বলে ঘোষণা করেন পুতিন।
সূত্র: বিবিসি
একে//