ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মালদ্বীপ নির্বাচন: দেশ ছেড়ে পালাতে পারেন ইয়ামেনি

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

মালদ্বীপে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইয়ামেনি দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা করছে বিজয়ী প্রার্থীরা। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিরোধীদের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে।  

তাই এ অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত ইয়ামেনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না বলে জানিয়েছেন আব্দুল্লাহ ইয়ামেনি বিরোধী আইনজীবী হাসান লতিফ।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।  

আইনজীবী হাসান লতিফ বলেন, আমরা এক বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি যে ইয়ামেনি যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।

তাই ইয়ামেনি যেন বিদেশে পালিয়া যেতে না পারেন সেদিকে নজর দেওয়ার জন্য পুলিশদেরকে আহ্বান জানিয়েছেন তিনি।

তবে তার এই আহ্বানের পর পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইয়ামেনি বিদেশে পালিয়ে যাবেন বলে বিরোধীরা যে অভিযোগ করেছেন তা অস্বীকার করে বক্তব্য দিয়েছেন ইয়ামেনির মূখপাত্র ইব্রাহিম মুয়াজ আলী। 

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আব্দুল্লা ইয়ামেনি পরাজিত হয়েছেন। জয় পেয়েছেন বিরোধী জোটের প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। তিনি শতকরা ৫৮ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/