ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৬ এএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার

সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। দু-দেশের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। দুপুরে ঢাকায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এসব বিষয়ে ঐকমত্য হয়েছে। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনীকে ফিরিয়ে দেয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন জন কেরি। দু-দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় নয় ঘন্টার রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সাথে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইসহ কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আধাঘন্টারও বেশী সময় দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান,  সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন জন কেরি। বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনীকে ফেরত দেয়ার ব্যাপারেও ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দু-দেশের বানিজ্য নিয়ে ফলপ্রসু আলোচনা  হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও  বাণিজ্যমন্ত্রী। আসন্ন জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রে নেতৃত্বে আয়োজিত বিশেষ বৈঠক নিয়েও জন কেরি ধারণা দেন বলে জানান মন্ত্রীরা।