আপনার ব্যক্তিগত তথ্যগুলো যেভাবে চুরি হচ্ছে!
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি তৈরী হচ্ছে। আর প্রত্যেকটিতেই থাকছে প্রচুর পরিমানে দুর্বলতা। কোন হ্যাকার ওই প্রযুক্তিতে দুর্বলতা খুঁজে বের করতে পারলেই তা হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে অনায়াসেই। সম্প্রতি ব্যাক্তিগত তথ্য চুরির দায়ে অভিযুক্ত হয়েছে একাধিক সংস্থা৷
কিন্তু, কীভাবে হয় এই তথ্য চুরি? উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে নানা তথ্য৷ অনেক সময়ই বিভিন্ন ধরণের অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন ব্যবহারকারীরা৷ বিজেতাদের দেওয়া হয় পুরষ্কারও৷ তবে, সেজন্য রয়েছে বেশ কিছু বৈধ অ্যাপ৷ যারা বিক্রেতাদের থেকে গিফ্ট কার্ড কোডগুলিকে কিনে নেন৷
ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এই ধরণের ওয়েবসাইটগুলি৷ আর, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সাইবার ক্রিমিনালরা সংগ্রহ করছে ইউজারদের গোপন তথ্য৷
ক্যাসপারস্কি ল্যাবের এক আধিকারিক বলেন,‘ব্যবহারকারীদের বিনামূল্যে কিছু পাওয়ার মনোভাবই সাইবার ক্রিমিনালদের প্রতারণার সুযোগ করে দিচ্ছে৷ যদিও, গুরুত্বপূর্ণ কিছু না করেই তারা বেশিরভাগ সময় কাটান, সঙ্গে অর্থের অপচয়ও করে থাকেন৷ তাই, শুধুমাত্র বৈধ ও বিশস্ত সাইটগুলির থেকেই গিফ্টকার্ড সংগ্রহ করুন৷’
গিফ্টকার্ডের কোড পাওয়ার জন্য ইউজারকে প্রমান করতে হয় তিনি রোবট নন৷ আর সেন্যই ব্যবহারকারীকে একাধিক লিঙ্ক এবং টাস্ক করতে হয়৷ উদারহণ হিসেবে বলা যায়, অনেকসময়ই ইউজারকে একটি ফর্ম ফিলাপ করতে বলা হয়৷ যেটিকে ফোন নম্বর, ই-মেল সহ অন্যান্য তথ্যাদির প্রয়োজন পড়ে৷ এরপর, গ্রাহক পান অর্থহীন কোডটি৷ এভাবেই দিনের পর দিন নিজের অজান্তে সাইবার ক্রিমিনালদের আয় বৃদ্ধি করে চলেছে ব্যবহারকারীরা৷ তাই, এই ধরণের লিঙ্কগুলিকে শেয়ার করে ছড়িয়ে দিতে নিষেধ করছেন ক্যাসপারস্কি ল্যাবের গবেষকরা৷ ফাঁদগুলিকে এড়িয়ে যাওয়াই প্রতারণা থেকে মুক্তির একমাত্র উপায়, এমনটাই মনে করছেন তাঁরা৷
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও স্কাইপের মতো জনপ্রিয় অ্যাপ স্মার্টফোনে ব্যবহার হচ্ছে ম্যালওয়্যার। যা প্রতিনিয়ত এসব অ্যাপ থেকে গোপনীয় অনেক তথ্য চুরি করছে। পালো আল্টো নেটওয়ার্ক নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা সম্প্রতি স্পাইডিলার নামের এমন একটি উন্নত অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার আবিষ্কার করেছেন যা কিনা ৪০টি অ্যাপ থেকে প্রতিনিয়ত ব্যক্তিগত তথ্য চুরি করছে।