ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

এসএসটিএএফ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএএফ) ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মো. রাশিম মোল্লা এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিএমডি মো. আলতাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সদস্যরা হাসপাতালের সব ধরনের সেবায় বিশেষ ছাড় পাবেন। গতকাল ১৭ই সেপ্টেম্বর হাসপাতালের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়। মার্কেটিং বিভাগের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. মনিরুজ্জামানের পরিচালনায় ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার মো. বাছির জামাল।

এ সময় সাংবাদিক মো. নূরে আলম জিকু, শাহনেওয়াজ বাবলু, মোবারক হোসেন, এনামুল হক আকন্দ, মো. নাছির উদ্দিন, আউয়াল চৌধুরী এবং হাসপাতালের পক্ষে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার মোজাফফর হোসেন খান মজলিশ, মো. মোতালেব হোসেন এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. সোহেল রানা, বজ্রপাত সচেতনতা বিভাগের প্রধান আব্দুল আলীম, মো. সোলায়মান সুমন, আশিকুর রহমান সাদ, সংগঠনের ইউরোপিয়ান ইউনিভার্সিটি শাখার আহ্বায়ক যোবায়ের আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।