ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

রিশার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে আবারো রাস্তা অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৭ এএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে আবারো রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে, হত্যাকারী শাস্তির দাবি জানান, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এদিকে, ৪৮ ঘন্টার মধ্যে রিশার হত্যাকারীকের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ। রিশার হত্যাকারীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। তাদের সাথে ছিলেন অভিভাবকরাও। চারদিনেও আসামিকে গ্রেফতার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। হত্যাকারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। অবিলম্বে হত্যাকারীকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে পুলিশ কর্মকর্তারা জানান, রিসার হত্যাকারী ওবায়দুলকে গ্রেফতারে অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। গেলো বুধবার দুপুরে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে ওবায়েদুল হক নামে এক টেইলার কর্মচারী রিশার পেট ও হাতে ছুরি মারলে গুরুতর আহত হয় রিশা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।