ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ফেসবুকের পদ থেকে জাকারবার্গকে সড়িয়ে দেওয়ার প্রস্তাব

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:১৪ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

একের পর এক অভিযোগের তীর আসছে ফেইসবুকের বিরুদ্ধে। এর সূত্র ধরে ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ পরেছেন চরম বিপাকে।

এমনকি ফেসবুকে তার পদ নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়ারও প্রস্তাব করেছে।

সম্প্রতি ফেসবুকের চারটি বড় পাবলিক ফান্ড জাকারবার্গের সড়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে। কিন্তু আলোচনা করলেও ফেসবুকের বেশির ভাগ শেয়ার জাকারবার্গের অধীনে থাকায় তা খুব একটা সম্ভব নয়।

তবে এর মাধ্যমে কোনো লাভ না হলেও ফেসবুকের সমস্যা সমাধানে আগ্রগতি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আগামী বছরের মে মাসে ফেসবুকের বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই ওই সভাকে সামনে রেখে প্রতিষ্ঠানটির বড় শেয়ারহোল্ডাররা এই দাবী উত্থাপন করছে।

এরই মধ্যে ফেসবুকের বিরুদ্ধে মার্কিন নির্বাচনের ভোটারদের তথ্য বেহাত হওয়ার অভিযোগ,  দুই কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মতো বড় বড় অভিযোগ উঠেছে।

সূত্র : দ্যা ইন্ডিপেনডেন্ট

এমএইচ/