বাচ্চু ভাই নতুন প্রজন্মের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব : হাসান
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার
নব্বই দশকে আইয়ুব বাচ্চুর পাশাপাশি এ শিল্পীও ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছিলেন ব্যান্ড তারকা হাসান। কিংবদন্তিু আইয়ুব বাচ্চুর সঙ্গে অনেক অ্যালবামও প্রকাশ হয়েছে হাসানের।
বিশেষ করে আইয়ুব বাচ্চু-জেমস-হাসান ত্রয়ী ব্যান্ডের গানে অন্যরকম জোয়ার তৈরি করেছিলেন। একসঙ্গে তারা অ্যালবাম করেছেন, স্টেজে গেয়েছেন। সুস্থ একটি প্রতিযোগিতাও তাদের মধ্যে দেখা গেছে। এরমধ্যে গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু গত বৃহস্পতিবার সকালে চলে গেছেন না ফেরার দেশে। তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন হাসানও।
হাসান আইয়ুব বাচ্চু প্রসঙ্গে বলেন, মানুষের মনে যে সুর বাজে সেই সুরই কণ্ঠে ধারণ করেছিলেন আইয়ুব বাচ্চু। নতুন প্রজন্ম তাকে অনুসরণ করবে এটা বলার অপেক্ষা রাখে না। তাকে আজীবন মানুষ মনে রাখবে। আমরা সব সময় তাকে মিস করবো। তবে তিনি তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মাঝে। তবে বাচ্চু ভাইয়ের সঙ্গে আর দেখা হবে না। এটা মনে হলেই মনটা কেঁদে ওঠে। কিন্তু কিছুতো করার নেই। সবাইকেই যেতে হবে। উনি আজ গিয়েছেন। পরবর্তীতে আমরা সবাই একে একে যাবো। আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের স্মৃতির কথা বলতে গিয়ে হাসান বলেন, বাচ্চু ভাইয়ের সঙ্গে যে স্মৃতি রয়েছে তা বলে শেষ করা যাবে না। কত গান, কত আড্ডা, কত শো। অনেক মনখোলা একজন মানুষ ছিলেন তিনি। তরুণদের খুব উৎসাহিত করতেন। শেষ পর্যন্তও কিন্তু তিনি তরুণদের নিয়ে স্বপ্ন দেখতেন। বিভিন্ন সময় তিনি তা শেয়ার করতেন আমাদের সঙ্গে। প্রতিটি কথাই এখন একে একে চলে আসছে মনে। আসলে তার এ চলে যাওয়া দুস্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে।
হাসান আরও বলেন, আইয়ুব বাচ্চু দেশকে অনেক দিয়েছেন। মন দিয়ে ভালোবেসেছিলেন দেশ ও দেশের মানুষকে। তার গানে শুধু প্রেম নয়, দেশ, মা, মাটির প্রতি ভালোবাসাও উঠে এসেছে। আর কোনো কিছুতেই হার মানার মানুষ ছিলেন না বাচ্চু ভাই। যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য দৃঢ় প্রত্যয় থাকতো তার। সেই বিষয় সফল হয়েই শান্ত হতেন। বাচ্চু ভাই নতুন প্রজন্মের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব।
এসএইচ/