নওগাঁয় পাখি বাঁচাতে অভিনব উদ্যোগ
প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার
পাখিদের নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্য কমে যাওয়ায় প্রকৃতি আজ অনেকটা পাখি শূন্য। পাখি শিকার ও বন্যপ্রাণী নিধনের কারণে অনেক প্রজাতির পাখি এখন বিলপ্তির পথে। যা পরিবেশের জন্যে হুমকির কারণ।
পশু পাখিদের নিরাপদ বাসস্থান ও সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।
এ লক্ষে গত কয়েক মাস আগে জেলার ১১টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভূমি অফিসসহ সরকারি কর্মকর্তাদের নিরাপদ ‘অভয়াশ্রম’ বাসস্থান গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।
ইত্যেমধ্যে, বিভিন্ন উপজেলায় গড়ে দেড়শ’ থেকে পাঁচশ’ মাটির পাতিল টাঙ্গানো হয়েছে। এতে পাখিরা তাদের নিরাপদ বাসস্থান খুঁজে পেয়েছে। এই উদ্যোগ মানুষদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে। জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতনমহল।
এই কার্যক্রম অব্যাহত থাকলে এক সময় নওগাঁয় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে। অন্যদিকে নিরাপদ আশ্রয় পেলে বিভিন্ন অতিথি পাখির আসা-যাওয়ার সংখ্যা বৃদ্ধি পাবে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ বলেন, পশুপাখি পরিবেশের একটা অংশ। পাখিদের নিরাপদ আবাস গড়তে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে হাট-বাজারে সরকারি গাছগুলোতে মাটির ছোট পাতিল বেঁধে দেওয়া হচ্ছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএইচ/