ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফাঁসির রায় বহাল থাকায় মীর কাসেম আলীর গ্রামের বাড়িসহ সারাদেশের মুক্তিযোদ্ধাদের স্বস্তি প্রকাশ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:১৬ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার

মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ি মানিকগঞ্জসহ সারাদেশের মুক্তিযোদ্ধারা। ফাঁসির রায় বহাল থাকায় মানিকগঞ্জ জেলা কলঙ্কমুক্ত হলো বলে জানায়, মানিকগঞ্জবাসী। মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ি গ্রামে কাসেম আলীর পৈতৃক বাড়ি ছিল। পদ্মার ভাঙনে তা বিলীন হলে বিএনপি সরকারের সময় চালা গ্রামে জমি কিনে মসজিদ ও কলাবাগান করেন তিনি। তবে বর্তমানে সেখানে কিছুই নেই। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ঝিনাইদহের মুক্তিযোদ্ধারা। তবে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন তারা।