আফগানিস্তানের নির্বাচনে ১৭০ জন হতাহত
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার
হামলা-ধরপাকড় ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে আফগানিস্তানে। গতকাল অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ১৭০ জন হতাহত হয়েছেন।
ভোট শুরু হওয়ার পর থেকেই এ হতাহতের ঘটনা ঘটতে থাকে। এরমধ্যে কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। একই ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শীদের বরাতে পুলিশ বলছে, কাবুলে এ হামলার ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০০ জন
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর আগে তালেবান এ নির্বাচনকে ‘ভুয়া নির্বাচন’ হিসেবে উল্লেখ করে ৩০০ টি আক্রমণ করার হুমকি দেয়।
এদিকে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের নানগড়েও ৮টি বিস্ফোরণ শোনা যায়। সেখানে নিহত হন ২ জন। আহত হন ৫ জন। কুন্দুজে নিহত হয় ৩ জন। আহত হন ৩৯ জন। এসব দুর্ঘটনার কারণে ভোটের দিন আরও একদিন বড়ানো হয়েছে। কিছু প্রদেশে আজও ভোটগ্রহণ চলবে।
এর আগে ১০ নভেম্বর প্রাথমিক ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রায় ১৭ বছর পর নিরাপত্তা ও তালেবানদের হুমকির মুখেই শেষপর্যন্ত আফগানিস্তানে সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হল।
এর আগে শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। এ ভোটকে কেন্দ্র করে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা নিরাপত্তার জোরধার করেছে।
এর অংশ হিসেবে ভোট কেন্দ্রগুলোকে ঘিরে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় ৫৪ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছিল।
তথ্যসূত্র: ডন
এমএইচ/