রাশিয়ার সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

রাশিয়ার সঙ্গে ১৯৮৭ সালে করা এক পারমাণবিক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার নাভাদায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানানন।
ট্রাম্প বলেন, রাশিয়া চুক্তির শর্ত পালন করতে আন্তরিক নয়। তাই আমরা এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে যাচ্ছি।
এর আগে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ নামক এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
ওই সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যথাক্রমে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সুভিয়েত জেনারেল সেক্রেটারি মিখাইল গর্বাচেভ। চুক্তিটি স্বাক্ষরিত হয় ওয়াশিংটনে।
তথ্যসূত্র: আল জাজিরা
এমএইচ/