১০/১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার: কাদের
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০২:৫৭ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার
পুরোনো ছবি
আগামী ১০/১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১০/১৫ দিনের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারই নির্বাচনের সময়টাতে দায়িত্ব পালন করবে।
কারা থাকছেন নির্বাচনকালীন সরকারে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি এখনও ঠিক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নির্ধারণ করবেন।
নির্বাচন কমিশনে কমিশনারদের মধ্যে মত-দ্বিমতের বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ ভিন্ন মত পোষণ করলে কিছুই করার নেই। সংবিধান ও নীতিমালা অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে দুই দফা তা বর্জন করে বেরিয়ে যান কমিশনার মাহবুব তালুকদার। তিনি নোট অব ডিসেন্টও দিয়েছেন। আরেক নির্বাচন কমিশনার কবিতা খানম এ বিষয়ে বলেন, মাহবুব তালুকদার কমিশন বৈঠকে যেসব প্রস্তাব দিতে চেয়েছিলেন সেগুলো সংবিধান পরিপন্থী ও অযৌক্তিক।
/ এআর /