ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০৫ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে তৃতীয় দিনের মত সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চারদিনেও, রিশার হত্যাকারীকে গ্রেফতার করতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। এদিকে, দায়িত্ব অবহেলার দায়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নেয়া অভিভাবকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সড়ক অবরোধ করে কাকরাইল মোড়ে অবস্থান নেয় আন্দোলন শিক্ষার্থীরা। একটাই দাবি, ওবায়দুলকে ফাঁসি। দর্জি ওবায়দুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন রিশার অভিভাবক ও সহপার্টিরা। স্কুলের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারী অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করলে রিশাকে বাঁচানো সম্ভব হতো। এদিকে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর এলাকা থেকে ওবায়দুলের বোন ও দুলাভাইকে আটক করেছে পুলিশ। ওবায়দুলকে ধরতে পুলিশ সেখানে গেলে পালিয়ে যায় ওবায়দুল। গেলো বুধবার দুপুরে রিশাকে ছুরিকাঘাত করেন দর্জি মাস্টার ওবায়দুল। পরে, ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা।