আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা তৈরীর অভিযোগে জরিমানা
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার
আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা তৈরীর অভিযোগে চট্টগ্রামের খুলশীতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।
মঙ্গলবার সকালে সিডিএ’র ম্যাজিষ্ট্রেট খিন ওয়ান খির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা তৈরীর দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকায় অনুমোদনহীন ভাবে তৈরী করা স্থাপনা উচ্ছেদের তাদের অভিযান অব্যহত থাকবে।