রুয়েটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১২৪৩ জন
রাবি সংবাদদাতা
প্রকাশিত : ১২:০৪ এএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয় এ বছরের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় এক হাজার ২৪৩ জন ভর্তিচ্ছু অনুপস্থিত ছিলেন। আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯ টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ (ইঞ্জিনিয়ারিং ও আরবান অ্যান্ড রিজিওন্যাল প্ল্যানিং বিভাগ) এবং ‘খ’ (আর্কিটেকচার বিভাগ) গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫ আসনের বিপরীতে ৬ হাজার ২৪১ জন ভর্তিচ্ছু অংশ নেন।
রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, ‘সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তৎপরতার কারণে কোনো ধরনের জালিয়াতির ঘটনা ঘটেনি।’
আগামী ৩১ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd প্রকাশ করা হবে।
কেআই/ এসএইচ/