ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

আজ শপথ নেবেন বিসিসির মেয়র

প্রকাশিত : ০৮:১১ এএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও কাউন্সিলররা আজ সোমবার রাজধানীর গণভবনে শপথ নেবেন।

আগামীকাল মঙ্গলবার নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন তারা। নগর ভবনে তাদের স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বিসিসির সচিব মো. ইসমাইল জানান, আজ সকাল সাড়ে ১০টায় মেয়র সাদিক আবদুল্লাহকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ অনুষ্ঠিত হবে। বিসিসির ৫ জন কর্মকর্তা এতে উপস্থিত থাকবেন।
সাদিক আবদুল্লাহ জানান, শপথ পাঠ শেষে কাউন্সিলরদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন তিনি। সেখান থেকে সড়কপথে বরিশাল যাবেন। কাল মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
নতুন পরিষদকে স্বাগত জানাতে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
অপরদিকে শপথ শেষে নবনির্বাচিত মেয়রের আগমন উপলক্ষে নগরীর প্রবেশ সড়কগুলোতে নির্মাণ করা হচ্ছে একাধিক তোরণ। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব তোরণ নির্মাণ হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিসিসির নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিসিসির বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে ২৩ অক্টোবর।
এসএ/