বাঁশের খুটি ও গাছের সাথে বেঁধে বিদ্যুত সংযোগ(ভিডিও)
প্রকাশিত : ১০:২১ এএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার
মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ঝিনাইদহের শৈলকূপার মধুপুর গ্রাম। বাঁশের খুটি ও গাছের সাথে তার বেঁধে গ্রামে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। বারবার বলার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
প্রায় ৩ হাজার মানুষের বাস মধুপুরে। গ্রামের আড়াইশ’ পরিবারে রয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে বাঁশ ও গাছকে পোল হিসেবে ব্যবহার করে গ্রামের ঘরে ঘরে জ্বলছে আলো।
কোন কোন বাড়িতে ঝুলে পড়েছে এসব বিদ্যুতের তার। এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে গ্রামবাসী। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যুত বিভাগকে জানানোর পরও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর।
পৌরসভার কাজ শেষে গ্রামের বিদ্যুত সংস্কারের কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।
আর সমস্যা সমাধানে দ্রুতই পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
৯০ দশকে মধুপুর গ্রামে বিদ্যুত সংযোগ দেয়ার পর এ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি।