ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চুক্তি থেকে বের হওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘ক্ষতিকর’ হবে: পুতিন

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

রাশিয়ার সঙ্গে করা পরমাণু চু্ক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে বলে যে ঘোষণা দিয়েছেন সেটির জবাবে রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন বলেছেন, এটি ওয়াশিংটনের জন্য ক্ষতিকর হবে।

পুতিন ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, ১৯৮৭ সালের করা ওই পারমানবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়াটা হবে যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর পদক্ষেপ। 

সম্প্রতি রাশিয়ার সঙ্গে ১৯৮৭ সালে করা পারমাণবিক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নাভাদায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। 

ওই সময় ট্রাম্প রাশিয়াকে অভিযোগ করে বলেন, আমরা নিউক্লিয়ারের ওই চুক্তিকে যথাযথভাবে রক্ষা করেছি এবং সম্মান করেছি।  কন্তিু রাশিয়া এ চুক্তির শর্তগুলোকে ভঙ্গ করেছে। তাই আমরা এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।

এর আগে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ নামক এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

ওই সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যথাক্রমে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সুভিয়েত জেনারেল সেক্রেটারি মিখাইল গর্বাচেভ। চুক্তিটি স্বাক্ষরিত হয় ওয়াশিংটনে।

তথ্যসূত্র: ডন

এমএইচ/