পাওয়া গেলো দু’মাথা বিশিষ্ট দুর্লভ সাপ
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০২:০৭ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার
এর আগে হয়তো দুই মাথা বিশিষ্ট সাপের কথা শুনেছেন। হয়তো কেউ কেউ দেখেছেন। আবার কেউ শুনলেও বাস্তবে দেখেননি। এবার সন্ধান পাওয়া গেলো দু’মাথা বিশিষ্ট একটি দুর্লভ সাপ। এটি কোনো সাধারণ সাপ নয়, কপারহেড সাপ।
সম্প্রতি কেন্টাকির এক দম্পতি নিজেদের বাড়িতে এই দু’মাথার কপারহেড সাপটি দেখতে পান। যা পরবর্তীতে রাখা হয়েছে স্থানীয় বন্যপ্রাণী সেন্টারে।
এক ফেসবুক পোস্টে সালাতো ওয়াইল্ডলাইফ সেন্টার জানিয়েছে, ‘এটি খুবই দুর্লভ সাপ। লেসলি কাউন্টির এক কাপল এটিকে সালাতো ওয়াইল্ডলাইফ এডুকেশনে সেন্টারে দান করেছেন। কপারহেড সাপটি জন্মেছে এ মাসেই। দু`টি মাথা, দু`জোড়া চোখ, দু`টি জিভও রয়েছে তাদের। যা কাজও করছে।’
গত ১৮ অক্টোবর সেন্টার ঘোষণা করেছে যে- সাপটি সুস্থ রয়েছে। যা জনগণের দেখার জন্য প্রদর্শিত হবে।
কেন্টাকি ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্স স্টেট হার্পেটোলজিস্ট জন ম্যাকগ্রেগর জানান, ‘জঙ্গলে দু`মাথার সাপ দু`তিন বছর অন্তর পাওয়া গেলেও দু`মাথার কপারহেড এই প্রথম। কেন্টাকিতে পাওয়া বিষাক্ত সাপের চারটি প্রজাতির মধ্যে কপারহেড অন্যতম।
সূত্র : এনডিটিভি
এসএ/