তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযৌক্তিক: কাদের
প্রকাশিত : ০২:১০ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংলাপের যে আহবান জানানো হচ্ছে সেটিকে অযৌক্তিক, অবাস্তব ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিরাপদ সড়ক দিবস নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপিকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমাবেশের নামে কোনো দল যদি সহিংসতা করার চেষ্টা করে তবে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, এখনও তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরইমধ্যে সংলাপের দাবি উঠেছে। তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযোক্তিক ও অপ্রয়োজনীয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে। সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই রায় দেবে। শেখ হাসিনার নেতৃত্বে ফের সরকার গঠিত হবে। জনগণকে উন্নয়কে রায় দেবে।
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও পর্যন্ত এমন পরিস্থিতি দেশের কোথাও সৃষ্টি হয়নি যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। দেশে সুষ্ঠু নির্বাচন হবে।
/ এআর /