ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ নেতাদের ভাড়া করে ঐক্য করেছে বিএনপি : হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদের সঙ্গে বিএনপির নির্বাচনী জোটের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ড. কামাল ও মাহমুদুর রহমান মান্নাদের ভাড়া করে ঐক্য করেছে বিএনপি। মেয়াদোত্তীর্ণ নেতাদের নিয়ে জোট করেছে দলটি।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ড. কামাল গংদের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে মাইনাস করতে ড. কামাল স্বার্থক হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের হাতে নাই। ফখরুল ও মওদুদ মিলে কামাল হোসেনের পক্ষ নিয়ে খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে। শেখ হাসিনাকে মাইনাস করতে ড. কামাল হোসেন ব্যর্থ হলেও খালেদা জিয়াকে মাইনাস করতে তিনি সফল হয়েছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবার ষড়যন্ত্র শুরু করেছে। আর সেজন্যই তারা ড. কামাল হোসেনসহ মান্নাদের ভাড়া করে ঐক্য করেছে।

/ এআর /