ইন্সট্রাগ্রামে অন্ত:স্বত্ত্বা হওয়ার খবর দিলেন অ্যামি শুমার
প্রকাশিত : ১১:৩১ এএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কমিডিয়ান ও অভিনেত্রী অ্যামি শুমার অন্ত:স্বত্ত্বা হওয়ার খবর দিলেন। তাঁর প্রথম সন্তান জন্ম খুব শিগগিরই পৃথিবীতে আসছে বলে জানান তিনি।
সোমবার অ্যামি তার ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। ওই পোস্টে তার স্বামী ক্রিস ফিশারকেও দেখা যায়। অ্যামি বলেন, ‘আমি অন্ত:স্বত্ত্বা’।
সিউমার একজন বেস্ট সেলিং লেখক হিসেবেও পরিচিত। রাজনৈতিকভাবেও তিনি স্পষ্টবাদী।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক ব্রেট কাভানার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ক্রিস ফিশারের সঙ্গে অ্যামি সুমারের বিয়ে হয়।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/