জেব্রা ক্রসিং ব্যবহারে অভ্যস্ত হয়নি রাজশাহীবাসী [ভিডিও]
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:১৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
নিয়ম না জানা এবং সচেতনতার অভাবে জেব্রা ক্রসিং ব্যবহারে এখনও অভ্যস্ত হতে পারেনি রাজশাহীবাসী। যদিও এরইমধ্যে ৪০ লাখ টাকা ব্যয়ে মহানগরীর প্রায় আড়াই’শ পয়েন্টে জেব্রা ক্রসিং স্থাপন করছে সিটি কর্পোরেশন।
নগর পুলিশের ট্রাফিক বিভাগ অবশ্য বলছে, জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছেন তারা।
মহানগরীর নিউ মার্কেট এলাকা। ব্যস্ত এই সড়কে জেব্রা ক্রসিং দখল করে ভ্যানে তোলা হচ্ছে ভারী নির্মাণ সামগ্রী। একই দৃশ্য নগরীর রেলগেট এলাকায়ও। জেব্রা ক্রসিং দখল করে দাড়িয়ে আছে বিভিন্ন যানবাহন।
অনেকেই চালককে দুষলেও জেব্রা ক্রসিং ব্যবহারে অনিহা আছে অনেক পথচারীরও।
জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতনতা বাড়াতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন আরএমপি’র সিনিয়র সহকারী কমিশনার (ট্রাফিক) ইফতে খায়ের আলম।
এরই মধ্যে আড়াই শ পয়েন্টে জেব্রা ক্রসিং স্থাপনের উদ্যোগ নিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। সড়ক সংশ্লিষ্টরা বলছেন, পথচারী ও গাড়িচালকরা তা ব্যবহারের নিয়ম না জানলে এই উদ্যোগ কাজে আসবে না।