ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা আজ

প্রকাশিত : ০৮:৩১ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১০:০০ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা আজ। সিলেট নগরীর ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে আজ বুধবার দুপুর ২টায় এই জনসভা অনুষ্ঠিত হবে।
চলমান গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে এই জনসভা নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সরকারবিরোধী দলগুলোর নেতারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত এই নতুন জোট জনসভায় ব্যাপক জনসমাগম করার টার্গেট নিয়েছে। সেজন্য জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জনসভার সাবির্ক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুনসুর। জাতীয় ঐক্যফ্রন্টের অগ্রগামী দলের এ দুই সদস্য গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেটে পৌঁছান।
একই ফ্লাইটে ঐক্যফ্রন্টের প্রধান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনও ছিলেন। এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনও সিলেট পৌঁছেছেন।
এসএ/