জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশীকে কারাদন্ড
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ১২:১৮ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে গ্রেফতার ৬ বাংলাদেশীর মধ্যে আরো দুই বাংলাদেশীকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মামুন লিয়াকত আলী ও জামান দৌলতকে এই সাজা দেয়া হয়। এরমধ্যে মামুনকে আড়াই বছরের এবং জামানকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। প্রসিকিউটর জানান, জামান সিঙ্গাপুরে নিমার্ণ শ্রমিক ছিলেন। তার মাসিক আয় প্রায় দেড় হাজার ডলার, প্রতিমাসেই তিনি ২শ’ ডলার সন্ত্রাসী কাজের জন্য দিতেন। অন্যদিকে মামুন অর্থ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। গেল এপ্রিলে জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগে ৬ বাংলাদেশীকে গ্রেফতার করে সিঙ্গাপুর পুলিশ। এরমধ্যে ৪ জনকে দুই বছর থেকে পাঁচ বছর মেয়াদে সাজা দেয় আদালত।