বিজেএসসি’র ফাস্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট শুক্রবার
জবি সংবাদদাতা
প্রকাশিত : ১০:৫১ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘ফাস্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট ২০১৮’ আগামী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবরী গায়েন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ড. শাহ মো. নিসতার জাহান কবির ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা সাংবাদিক পরিষদ আহ্বায়ক সাংবাদিক ড. মধুসূদন দত্ত বরুন ভৌমিক নয়ন।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
একে//