মুক্তির অপেক্ষায় ‘মিস্টার বাংলাদেশ’
প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
সেন্সর ছাড়পত্র পেয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এমনটাই জানালেন চলচ্চিত্রটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান।
জঙ্গিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক যুবকের জঙ্গি আক্রমণে পরিবার-স্বজনসহ সর্বস্ব হারিয়ে ‘মিস্টার বাংলাদেশ’ হয়ে ওঠার গল্প পাওয়া যাবে এই সিনেমায়। আক্তারুল ইমান পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত।
তিনি বলেন, ‘চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। আশা করছি, চলতি বছরই এটি মুক্তি দিতে পারব। আমরা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে চলচ্চিত্রটি মুক্তির জন্য প্রস্তুত আছি।‘
সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। খিজির হায়াতের বিপরীতে শানারেই দেবী শানু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালের শেষ দিকে ‘মিস্টার বাংলাদেশ’র শুটিং শুরু হয়ে শেষ হয় চলতি বছর ফেব্রুয়ারিতে।
এসএ/