ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে: ফখরুল  

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের সমাবেশে এই বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করেছে এই দেশের মানুষ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়। আন্দোলনের জন্য ত্যাগ করতে প্রস্তুত। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবো।’    

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই, তফসিল ঘোষণার পূর্বে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সংসদ বাতিল করুন। এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করুন। নির্বাচনে ইভিএম দেওয়া চলবে না। ডিজিটাল চুরি করবেন, এই চুরি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’

তিনি বলেন, ‘আজ থেকে নতুন লড়াইয়ের শুরু হলো। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমাদের লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে আনা। আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি কল্যাণধর্মী রাষ্ট্র হিসেবে নির্মাণ করা।’  

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্ট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এসি