মৌসুম শেষ হলেও চলছে লবণ বিক্রি
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
প্রায় ৩ মাস আগেই কক্সবাজারে লবণ মৌসুম শেষ হলেও মাঠ পর্যায়ে এখনও চলছে লবণ বিক্রি। অনেকেই পলিথিন মুড়িয়ে মাটিতে পুঁেত লবন মজুদ করে রেখেছিলেন। সেসব লবণ বিক্রি করে ভালো দাম পাচ্ছেন চাষীরা। তবে দেশে লবনের ঘাটতির তুলনায় অতিরিক্ত লবন আমদানি না করার দাবি জানিয়েছে মিল মালিক ও বিক্রেতারা।
দেশের একমাত্র লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজারে প্রায় দেড় লাখ মানুষ লবণ চাষে জড়িত। কক্সবাজার সদর, রামু, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় লবণ চাষযোগ্য জমি রয়েছে প্রায় ৭৪ হাজার হেক্টর।
৩ মাস আগেই শেষ হয়েছে লবন মৌসুম। কিন্তু বেশি লাভের আশায় মাটিতে গর্ত করে পলিথিনে মুড়ে লবন মজুদ করে রেখেছিলো চাষীরা। এখন মন প্রতি লবন বিক্রি হচ্ছে ৬শ থেকে ৭শ টাকায়।
বাজারে লবনের দাম বেশ বেশি। লবনের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে বিসিক।
এদিকে মিল মালিকরা বলছেন, প্রচুর পরিমাণ লবন মজুদ আছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনমত লবন আমদানি করবে। তবে অতিরিক্ত আমদানি না করার দাবি জানিয়েছেন মিল মালিকরা।