ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

৩ শিবির ক্যাডারের ৭ বছরের কারাদন্ড

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৬:১৮ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার

একে-৪৭সহ বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারের মামলায় তিন শিবির ক্যাডারকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এবং যুগ্ম মহানগর দায়রা জজ মোসাম্মৎ বিলকিস আক্তার এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, সরওয়ার প্রকাশ বাবলা, নূরন্নবী প্রকাশ ম্যাক্সন এবং মানিক প্রকাশ গিট্টু মানিক। ২০১১ সালের ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে সরওয়ার এবং ম্যাক্সনকে আটক করেন চট্টগ্রাম মহানগর পুলিশের একটি টিম। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রামের ওয়াজেদিয়া হামিদপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।