ময়মনসিংহে ভাটিয়ালি সঙ্গীত উৎসব (ভিডিও)
প্রকাশিত : ০১:২২ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ময়মনসিংহে শুরু হয়েছে জাতীয় ভাটিয়ালি সঙ্গীত উৎসব। লোক সংস্কৃতির মূলধারা ভাটিয়ালি গ, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উৎসবের আয়োজন বলছেন আয়োজকরা।
ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চলগুলো থেকেই ভাটিয়ালী গানের মূল সৃষ্টি। ভাটিয়ালী গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড় গুন নিয়ে। সাথে থাকে গ্রামীণ জীবন, ভালবাসা, বিরহ, আকুলতা ইত্যাদির সম্মিলন।
গ্রাম বাংলার সেই ভাটিয়ালী গান শহুরে জীবনে তুলে আনতে ময়মনসিংহে শুরু হয়েছে ভাটিয়ালী উৎসব। হাওর-বাওর লোক সঙ্গীতের মূর্ছনায় খুশি দর্শনার্থী, সাংস্কৃতিক জনরা।
এ উৎসব এই অঞ্চলের মানুষকে ভাটিয়ালি গান, দর্শন ও চেতনা এবং বাঙ্গালী দর্শন সম্পর্কে জানতে সহায়ক হবে বলছেন এই শিক্ষাবিদ।
৩ দিন ব্যাপী উৎসবে ময়মনসিংহ ছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জসহ দেশের ১০টি জেলার শিল্পীরা ভাটিয়ালি গান পরিবেশন করবেন।