রাজধানীতে শুরু হয়েছে গণিত উৎসব ২০১৬
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দুদিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৬ উৎসব শুরু হয়েছে। ঊৎসব শেষ হবে শনিবার।
সারা দেশ থেকে বিজয়ী এক হাজার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃতদের নিয়ে প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা পর্ব। বিজয়ীরা অংশ নেবে আর্ন্তজাতিক প্রতিযোগিতায়। অনুষ্ঠানে এ ছাড়া রয়েছে রুবিকস কিউব আর সুডোকু, ওয়াটার রকেট, সাইকেল স্টান্ট। উৎসবে শিশুদের মন মাতাতে হাজির সিসিমপুরের হালুম ও তার বন্ধুরা। আজকের পরীক্ষা পর্ব ছাড়া সারা দিনের এবং কাল সকালের সব আয়োজন সবার জন্য উন্মুক্ত বলে জানানো হয়।