চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেজামকে ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছেন তার ভাই
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলএলবি’র ছাত্র নেজাম উদ্দিনকে ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছেন তার ভাই আব্বাস উদ্দিন। এজন্যে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রয়োগকারী সংস্থা ও আইনি সহায়তাদানকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ আকুতি জানান আব্বাস উদ্দিন। সাংবাদিক সম্মেলনে নেজাম উদ্দিনের ভাই আব্বাস উদ্দিন জানান, নগরীর বাকলিয়া থানার বড় মিয়া মসজিদের নিচতলা মার্কেটে পড়াশোনার পাশাপাশি দোকান করতেন নেজাম উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পরীক্ষা দিয়েছেন কিছুদিন আগে। গেলো রোববার আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৮-৯ জন লোক হাতকড়া পরিয়ে তার ভাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সাংবাদিক সম্মেলনে নিজাম উদ্দিনের বাবাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।